উল্টাপাল্টা
সাইফুল ইসলাম সাঈফ
সব পুরুষ একই রকম স্বভাবের হয় না, মৌলিক কিছু বিষয় একই রকম হলেও ভিন্নতা বিদ্যমান। পুরুষ ছাড়া নারী পূর্ণ না আবার নারী ছাড়া পুরুষ পূর্ণ না। একে অন্যেকে ছাড়া ভারসাম্য রাখতে পারে না। আমরা ভবিষ্যতে কী ঘটবে কী পরিস্থিতিতে পড়তে হবে তা জানি না। কিন্তু পরিকল্পনা করে রাখতে পারি এই যা। যে ঘটনা ঘটবে তা কীভাবে মোকাবিলা করবে সেটা অজানা। যে রূপ ঢাকা, যে দেহ শালীন পোশাকে আবৃত তা নজরে পড়লেও প্রলুব্ধ করে না। কত স্বপ্ন দেখেছি কঠোর পরিশ্রম করে সঙ্গিনীকে সুখে ও হাসি-খুশি রাখব। কিন্তু তা আর হলো না। যে পুরুষ কঠোর পরিশ্রম করতে ব্যর্থ তার জীবন সবার জানা আছে, খুব খারাপ অবস্থা, যাকে মূল্যহীন বলে! জৈবিক চাহিদা নারী পুরুষ উভয়ের আছে, শখ দু’জনের মিটাতে হয়। হ্যাঁ এটা ঠিক, অনাকাঙি্ক্ষত ভাবে আমরা সবাই কম বেশি উল্টাপাল্টা কাজ করি। রাগ দেখাই যা নারী পুরুষ দু’জনের মধ্যে বিদ্যমান। কিন্তু এটা আমার কাঙ্ক্ষিত চাওয়া না। অনেক সময় মুখ ফসকে বের হয়ে যায় অনুচিত কথা। যা অন্যকে কষ্ট দেয়। ভুল প্রায় প্রতিটি মানুষের হয়। কেউ এত নিখুঁত হতে পারে না। আমি শ্রেষ্ঠ নারী ও পুরুষের জীবনী পড়েছি তাদের জীবন যাপন অধিক উন্নত। মুগ্ধ হয়ে যাই তাদের কথা জানলে। তাদের অনুসরণ করি বা হতে ইচ্ছে করে তাদের মতো কিন্তু পারা অসম্ভব, খুব কঠিন! স্বামী-স্ত্রী দুজনকে সহযোগিতামূলক ভাবে চলতে হয়। শখের পুরুষ হওয়ার জন্য অনেক পুরুষই চেষ্টা করে। ভুল-ত্রুটি দু’জুনকে মেনে নিতে হয় সুন্দর জীবনের প্রত্যাশার জন্য। আমার খুব ইচ্ছে আপন সঙ্গিনীর কাছে শখের পুরুষ হওয়ার। কিন্তু কতটুকু শখের পুরুষ হতে পারবো জানি না!
উত্তরা, ঢাকা।
০৪.০১.২০২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


