মুক্তিযুদ্ধের গল্প শোনার লোভেই আমরা আবারো গিয়েছিলাম মোহাম্মদপুরের 'যুদ্ধাহত মুক্তিযোদ্ধা রোগমুক্তি বিশ্রামাগারে'
তাঁরা শুনাচ্ছেন তাঁদের জীবনের গল্প, বেচে থাকার গল্প।
মুক্তিযোদ্ধা হোসেন আলী। যুদ্ধের সময় গান গাইতেন আর ৩ নম্বর সেক্টরে ট্রাক চালাতেন। ট্রাকে করে যোদ্ধাদের রসদ আনা নেওয়া করতেন তিনি।
ঢাকা ট -২৩৫ এই ট্রাকটি মুক্তিযুদ্ধের সময় চালাতেন হোসেন আলী।
এই ট্রাকটি নিয়ে একটি গল্প আছে। গল্পটি শুনতে চাইলে নীচের ভিডিওটি দেখুন।
Dhaka Ta-235
স্বাধীনতার এত বছর পরেও যখন যুদ্ধের গল্পগুলো শুনি তখন গা কেমন যেন শিউরে উঠে।
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০২