গ্রীষ্মের দুপুরে....তোমার তপ্ত লাল দেহ, তোমায় যেমন কামুক করে তোলে...
তেমনি কেন যেন.....আমিও হয়ে উঠি তেজি।
বর্ষার চন্দ্রাহত রাত......তোমার চোখে, জোতস্না'র যে আবীর মাখায়....
তেমনি আমায় করে তোলে.....ভাবুক।
শরতের স্নিগ্ধতা...... স্নানের পর, তোমার দেহে যে শুভ্রতা ছড়ায়...
তা আমায় করে তোলে....নিষ্ঠুর।
হেমেন্তের নবান্ন.....তোমার প্রাণে, চঞ্চলতার যে বান ডাকে......
তখন আমি হারিয়ে যাই......নেষায়।
শীতের পাতাঝরা রূক্ষতার দাপট..... তোমার অঙ্গে, শুভ্রতার যে ঘাটতি ঘটায়....
তা আমায় করে তোলে......ওমপ্রার্থী।
বসেন্তের কোকিল ডাকা দিনে......তুমি যখন, ফলবতী হয়ে ওঠো...
তা আমায় করে তোলে.........বাস্তববাদী।
(০৯/০২/২০০১০.........রাত-০১:০৩ ঘটিকা)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



