অমরত্ব চাইনা, শুধু তোমার সাথে কাটাতে চাই-
আমার আগামী প্রতিটি নিঃশ্বাসের ক্ষণ।
তোমাকে একটু ছুঁয়ে দেব? অসাবধানতার ছলে?
আমার অনুভূতির বারান্দা দিয়ে, তুমি-
হেঁটে যাও, ভালোবাসার সুর তুলে।
তোমার খোলা ছাদ অথবা দরজার চৌকাঠ,
যেখানেই তুমি পা বাড়াবে, সেখানেই আমি আছি।
যদি তোমার ঠোঁট ছুঁতে দাও, তবে-
তোমাকে কথা দিলাম,
তোমার হৃদয়নগরের প্রতিটি অলি-গলিতে,
আমি চিরবসন্তের উচ্ছ্বাস এনে দেব।
তুমি আমাতেই রেখো হাত ! রাখবে তো ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


