সিড়ি দিয়ে নামার সময় বাড়ীওয়ালা আন্কেল বললেন....."সামনের মাস থেকে বাড়ী ভাড়া যা দেন তার থেকে আরো ১৫০০ টাকা বাড়াইয়া দিয়েন...।"
৭ মাস আগেও অফিসে যাওয়ার পথে যে রিক্সা ভাড়া ১০-১২ টাকা ছিল ,২০ টাকার নিচে এখন কথাই কয় না..........।
৩ টাকার বিড়িও এখন ৭ টাকা দিয়া খাইতে হয়.....।
অফিসের বসরে কইলাম স্যালারী বাড়ানোর কথা.........কইলো ব্যবসা ভালো যাচ্ছে না.........।
একটা সময় ৩০ টাকা দিয়ে দিয়ে তিনবেলা খাইতাম ইউনিভার্সিটির হলে থাকার সময়...........এখন দুপুরে একবেলা ভাত খাইতে গেলে মিনিমাম ১২০ টাকা লাগে..........
আয় ব্যয়ের হিসাব মিলাতেই পারছি না..........।
তাই মাঝে মাঝেই দুপুরে রুটি- সবজি খাই.......
দেখি তো ভাই.....হাত তুলেন...." কে কে আমার মতো রুটি-সবজি দিয়া লান্চ সারেন.....??????"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



