এ উপন্যাসটি ধারাবাহিক ভাবে চলবে.........
(এক)
মেয়েটির চোখে জল ।
বয়স একুশ । রূপবতী । মায়াকাড়া চেহারা । ভারী অক্ষিপল্লবে ঘেরা কাজল কালো দু'টি চোখ । বাঁ চিবুকের বাদামী জোড়া তিল । ঠোঁট গোলাপ পাপড়ি সদৃশ । একমাথা কালো চুল কোমর ছাড়িয়ে গেছে । পড়নে সাদাকালো সালোয়ার কামিজ । ওড়নাটা মাথা গলায় অযত্নে অর্ধেক জড়ানো ।
মেয়েটির নাম তিথি ।
আজ তিথির জন্ম দিন ।
গত রাত বারটা এক মিনিটে অভি তিথিকে জন্মদিনের শুভেচ্ছা জানায় ।
মোবাইলে অভির নাম দেখে তিথি অবাক্ হয়েছিল প্রচন্ড । বিশ্বাসই হচ্ছিল না ওর । কতদিন অপেক্ষা করেছে ও অভির ফোনের । কিন্তু ফোন আসেনি । অপেক্ষা করতে করতে তিথি ধরেই নিয়েছিল অভি কখনোই ওকে ফোন করবে না । আজ অপেক্ষার পালা শেষ হবার পর এমন সুন্দর মুহূর্তে তিথি কল রিসিভ করে নির্বাক । ওপাশ থেকে অভির ভারী গলা শুনা যায়--
"শুভ জন্মদিন তিথি । Happy Birthday. তুমি কেমন আছ ?"
তিথির গলা রুদ্ধ হয়ে আসে । কথা বলতে পারে না । শুধু মনে মনে বলে " ভাল নেই, ভাল নেই; আমি ভাল নেই অভি " । কথাগুলো তিথি শব্দ করে বলতে চায় কিন্তু বলতে পারে না । অনেক কষ্টে শুধু বলতে পারে, "খুব ভাল আছি এখন " ।
অভির ভারী গলা একধাপ নীচে নামে । কৌতূহলী স্বরে জিজ্ঞাসা করে," কেন, এর আগে ভাল ছিলে না কেন ? কি হয়েছে তোমার ? তোমার কি শরীর খারাপ ?"
তিথি জবাব দেয় না । মোবাইল কানে চেপে ধরে বসে থাকে । সমস্ত শরীর ভারী ভারী মনে হচ্ছে তার। মাথা ঝিম্ঝিম্ করছে । তিথি মোবাইলের লাইন কেটে দেয় । বাথরুমে গিয়ে মুখে ঠান্ডা পানির ঝাঁপটা দেয় । ফিরে আসে বিছানায় । সাইড টেবিলে রাখা পানির গ্লাস থেকে এক নিঃশাষে সবটুকু পানি পান করে । আরও তৃষ্ণা বেড়ে যায় । ঠিক সেই মুহূর্তে আবারও বেজে ওঠে মোবাইল । কি করবে ঠিক ভেবে পায় না তিথি ।
চলবে...............

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



