বেশ কিছুদিন আগে দিনলিপিতে বাবার ডায়েরীর কথা লিখেছিলাম যা এখন আমার কাছে। কেউ কেউ ডায়েরীটা দেখতে চেয়েছেন। তাই স্ক্যান কপি দিলাম।
--------------------♣000♣000♣----------------------
দ্বিতীয় পাতায় যেগুলো লিখা আছে সেগুলোই উনাদের অনুপ্রেরণার উৎস ছিলো। যেমন,
♦ এবারের সংগ্রাম- আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম- স্বাধীনতার সংগ্রাম। == বঙ্গবন্ধু
[এই কথাটি কিন্তু যেমন তেমন কথা নয়। বঙ্গবন্ধুর এই কথার পেছনে ছিল অনেক বিপ্লবীর উৎকন্ঠিত নিশ্বাস । এটি বহুদিনের ধৈর্য্যের বাঁধ ভাঙ্গার ঘোষনা । ডায়েরীটা আরও পড়তে থাকলে এটার গুরুত্ব বুঝা যাবে।]
♦ গেরিলা যুদ্ধে অস্ত্র এবং অস্ত্রের পেছনে মানুষ কেউই যুদ্ধ করেনা বরং অস্ত্র এবং মানুষের পেছনে যে আদর্শ তাই যুদ্ধ করে।
=== সিরাজুল আলম খান
♦ কামিনী এবং কাঞ্চন বিপ্লবের পরিপন্থী। == নেতাজী
♦ শান্তিপুর্ণ দাসত্বের চেয়ে বিপদসংকুল স্বাধীনতা আমার পক্ষে শ্রেয়।
== রুশো
[ কিন্তু আমি যত যায়গায় খুঁজেছি সবখানে এই উক্তির বক্তা হিসেবে থমাস
জেফার্সনের নামই পেয়েছি। ]
♦ বন্ধু, তোমার ছাড় উদ্ব্যেগ।
বাংলার মাটি - দুর্জয় ঘাঁটি , বুঝে নিক দুর্বৃত্ত। == সুকান্ত
♦ জনগনই রাজনৈতিক ক্ষমতার মূল উৎস। == বঙ্গবন্ধু
[এখনকার কোন দলই এই আদর্শে নেই।]
♦ শাষনতন্ত্রের প্রশ্নে জনগনের রায়ই শেষ কথা। == সোহরাওয়ার্দী
-------------------------♣000♣000♣----------------------
ছবি স্পষ্ট না দেখা গেলে এখান থেকে দেখতে পারেন।
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১৩ দুপুর ২:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





