পাশাপাশি শুয়ে থাকে দুটি শীতল উঁচু পাহাড়
হৃদয়ের সাজি মাটিতে কবি আক্ষরিক চুমু এঁকে দেন
চুমু একটি প্রধানতম শিল্প !
একটি চুমুর ভেতর জন্ম নেয় আলৌকিক গোলাপ
গোলাপ একটি বিশুদ্ধ প্রেমের স্মারক
প্রেম একটি মাতাল রাত
চলুন না প্রিয় রাত্রি কিছুক্ষণ গল্প করা যাক ?
কী রোমান্টিক ওয়েদার !
এক ফালি মায়াবী চাঁদ , খোলা উইন্ডো
রাত একটি মৃত্যু
মৃত্যু একটি সুদীর্ঘ ট্রেন
ট্রেন একটি ভ্রমণ
ভ্রমনে আজকাল বড্ড বেশী ক্লান্তি
চাই একটি দীর্ঘ ঘুম
অন্তত একশত বাইশ বছর
শবদেহ বহনকারী প্রাচীন ঘোড়া
সন্তর্পণে কদম ফেলে কালের আইস পথে
ঘোড়া একটি প্রবাহমান সময়ের বাহন
সময় একটি নদীর স্রোত
স্রোত একটি সঙ্গমের পুর্ব প্রস্তুতি
সঙ্গম একটি প্রার্থনার নাম
প্রার্থনার জন্য চাই একটি মন্দির
মন্দির একটি শরীর
সঙ্গমের মধ্য দিয়ে সৃষ্টি হয় প্রিয় অবয়ব ;
মুলত একটি কবিতার।
২৫/১০/২০১৫, খিলক্ষেত।
সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:০৭