একদিন স্ব-ধর্মে খোদার পায়ে সেজদা রাখলাম
একদিন বি-ধর্মে সারাদিন শঙ্খ বাজালাম
একদিন অ-ধর্মে খোদাকে অস্বীকার করলাম
একদিন স্ব-ধর্ম বুকে ছুরি বসিয়ে দিলো
একদিন বি-ধর্ম দাঙ্গা বাঁধিয়ে দিলো
একদিন অ-ধর্ম লাশটি ছিঁড়েখুঁড়ে খেলো!
০৩/১০/২০১৯, খিলক্ষেত।
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ২:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




