মৃত্যুর দিন গুণে প্রেম ভালোবাসা
নিদানের দিন যদি কভু ফিরে আসে
এক বুক আশা নিয়ে মৃত্যুর পাশে
বসে আছে ধ্যনময় সুফীমন যাত্রী
নূরফুল দিন ফিরে যদি কাটে রাত্রী।
কতো দিন দেখি না তোমায়
কথা হয় না কতো দিন
আমি কার জন্য বাজাই এ বাঁশি
অপেক্ষায় আছি নিশীদিন।
যৌবনের বড়াই করো তুমি কোন ধ্যানে
যৌবন গলে যাবে সময়ের রৌদ্রস্নানে
এখন যতোই তাপ আগুন জ্বালাও
সময় যাচ্ছে জ্বলে পালাও পালাও
পালানোর পথও বলে পালাই পালাই
সময় থাকতে সময় করো ঝালাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


