আমি কেমনে তারে দেখি,
তারই কাছে যাইতাম উইড়া- হইতাম যদি পাখি।।
তার লাগিয়া পরান কাঁন্দে- জলে ভেজে আখি,
কাছে পাইলে রাখতাম বুকে- করতাম মাখামাখি।।
তার কারনে সব হারাইলাম- আর নাই কিছু বাকি,
শায়খ বেধা পাখির মত- একা পড়ে থাকি।।
কেন এত পাষান সেযে- দেয় যে শুধুই ফাঁকি,
তার বিরহ পাহাড় সমান- কেমনে বুকে রাখি।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


