বৃষ্টিতে আজ আর ভিজতে ইচ্ছে করে না
সে ইচ্ছেটা হারিয়ে গেছে তোমার সাথেই
জোৎসা রাতে এখন আর চাঁদের সাথে কথা বলা হয়না
সে কথা গুলো হারিয়ে গেছে তোমার সাথেই।।
লোডশেডিং এর রাতে আজ আর তারা গুনা হয়না
তারা গুলো যেন মেঘেতেই হারিয়ে যায়
স্বপ্ন গুলো আজ আর আনন্দ দেয় না
তুমি নেই বলে সে গুলো মৃত হয়ে যায়।।
কোকিলের কুহু কুহু ডাক লাগে
অনেক পুরনো, শুনতে ইচ্ছে হয় না,
সাগরের ঢেউয়ের শব্দকে ভয় লাগে
সাতরাতে ইচ্ছে করে না।।
শুধু তুমি হারিয়ে যাওনি
সাথে নিয়ে গেছ অনেক কিছু,
হারানো স্মৃতি গুলো এখন আমার
তাই ছারে না যে পিছু।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



