মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে, তখন কাছের সবাই ডাক্তার হয়ে যায় এবং পরামর্শ উপদেশ দিতে থাকে এই ঔষধ ঐ ঔষধ খেতে বলে। ভাবতে ভালেই লাগে আমরা সবাই ছোট-বড় ডাক্তার । একজন দীর্ঘ মেয়াদী অসুস্থ রোগী নানা ঔষধ খেতে খেতে সে নিজেই এখন বলে দিতে পারে কোন রোগের কি ঔষধ !
ডাক্তার দেখানো নিয়ে সবারই একটি কমন পরামর্শ তা হলো , “একজন ভালো ডাক্তার দেখান!”
কিন্তু এই ভালো ডাক্তার কে.. !? এবং আমার প্রশ্ন এত্ত এত্ত ডাক্তার থেকে আমরা ভালো ডাক্তার কিভাবে খুঁজে পাব!
একটি কেস স্টাডি,
আমার অনেক প্রিয় একজন মানুষ-অভিভাবক/বড় ভাই হঠাৎ করেই একদিন অসুস্থ হয়ে পরেন। তখন অনেক নামকরা অনেক ডিগ্রী ধারী এমনকি তিনি প্রসাশনিক ডাক্তার ছিলেন একসময় এখন অবসরপ্রাপ্ত তাঁর কাছে চিকিৎসা নিতে যাওয়া হয়। নানা পরীক্ষা-নীরীক্ষা শেষে তেমন কোন রোগ নির্নয় করতে পারেনি, তার কিছু ঔষুধ এ চলে চিকিৎসা..। অথচ তার শরীর দিন দিন আরও খারাপ হয়ে যায় দেখে নিজে এবং কাছের মানুষের (আমাদের) পরামর্শে কোলকাতায় নিয়ে যাওয়া হয়, এবং যেদিন কোলকাতায় নিয়ে যাওয়া হয় সেখানকার ডাক্তার রোগীর অবস্থা দেখেতো আশ্চর্য হয়ে যায় রোগটির এমন পর্যায় যেটা সিভিয়ার অবস্থা! (রোগটি পাকস্থলীতে টিউমার) এবং সেদিনই রাতে ওপারেশন করা হয় এবং যেহেতু সিভিয়ার পর্যায় ছিলো ওপরেশনের পর আরও জটিল হয়ে গেলে সেখান থেকে কয়েকদিন লাইফ সাপোর্ট এ রেখে মুম্বাই এ একটি হাসপাতালে চিকিৎসা নেন। পরে অবশ্য বেশ কয়েকবছর ভালই স্বাভাবিক ছিলেন, ক্যান্সার নিরাময় হচ্ছিলো ডাক্তার বলে দিয়েছিলো ১৪/১৫ বছর স্বাভাবিক বেঁচে থাকবে , কিন্তু কয়েকবছর পর নিজে নিজে কোন অনিয়মের কারনে আর পৃথিবীতে দীর্ঘদিন থাকতে পারলেন না !
আজকে মনে পড়ছে সেই ডাক্তারকে যিনি তার নামের পাশে লিখে রেখেছেন বড় বড় ডিগ্রী !!! (সেই ডাক্তার যদি সঠিক সময়ে রোগ বুঝতে পারতেন তাহলে আমার সেই প্রিয় মানুষ/বড় ভাই আজকে আমাদের দেখে রাখতেন) কিন্তু ইদানিং যখন দেখি কোন ডাক্তার কোন কলেজে পড়েছেন নামের পাশে উল্ল্যেখ নেই , তখন ভাবি এত্ত এত্ত ডাক্তার লইয়া জাতি কি করিব যদি তারা ভালো ডাক্তার না হোন !
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০১৭ রাত ১২:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


