কিছুদিন ধরেই মিডিয়া ব্লগ ফেসবুক যেখানেই যাই কেবল ফারাজ নামক একটি ছেলের প্রসংশা দেখতে পাচ্ছি । সে নাকি প্রান দিয়ে বন্ধুত্বের পরিচয় দিয়েছে । কিন্তু স কিছুরই কিছু সমালোচক থাকে । তেমনি এই বিষয় অনুসন্ধান করতে গিয়ে এমন কিছু তথ্য পেলাম যা সত্যিই দেশ ও জাতির জণ্য দুঃখজনক । এই ফারাজ হচ্ছে প্রথম আলো পত্রিকার কর্ণধার, ট্রান্সকম গ্রুপের মালিক লতিফুর রহমানের নাতি । প্রভাব শালী ও মিডিয়া পরিবারের হওয়ায় আজ সে জঙ্গি থেকে পুরো বাংলার হিরো । এর ব্যাকগ্রাউন্ড এবং গুলশানের হলি আর্টিজান বেকারীতে উপস্তিতিতেই বুঝা যায় কিঝু একটা গোলমাল আছে । এই ছোকরার সাথে নিহত অন্য জঙ্গিদের ছবি দেখে আপনারা হয়ত বুঝে গেছেন বিষয়টা । সে অন্যান্য জঙ্গিদের বন্ধু ছিল । উক্ত হামলায় জঙ্গিদের উদ্দেশ্য সাধনের জন্য অন্তত একজন ভারতীয় দরকার ছিল । যেটা পুরন করেছে এই নৃশংস ফারাজ । এখন আপনারা বলবেন তাঞলে ফারাজকে কেন মারা হল ???
সত্যি কথা বলতে কি ফারাজ কিভাবে মারা গেছে তা কেউই জানে না । কারন তার মৃত্যুর পর লাশের কোন ছবি পাওয়া যাচ্চে না । আর এখানেই কাজ করছে আসল লজিক । ফারাজকে তার নানা নির্দোষ প্রমান করতে ও হিরো বানাতে এই খেলঅ টা খেলেন। কারন এটা না করলে তিনি নিজেই বাশ খেতেন। আর প্রথম আলো পুচকে ছোকরাকে হিরো বানাতে তিন তিনটি পোষ্ট ছাপে ।
হয়তবা এবাবেই বারবার আমাদের ধোকা দিচ্ছে এই মিডিয়া ওয়ালারা।

ছবিতে জঙ্গি নিরাসের সাথে আরেক জঙ্গি ফারাজ।
সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০১৬ রাত ৮:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



