যা হওয়ার তা তো হবেই,
যা আমার তা কিছুতেই অন্য কারো হবে না আর যেটা আমার না সেটা আমি কখনোই পাবো না।
তবুও মানুষ লোভ করে, যার যতো আছে সে আরো বেশি চায়।
টাকা-পয়সা, সম্মান, ক্ষমতা, মেয়েমানুষ কতোকিছুর লোভ। সবচেয়ে সবচেয়ে ভয়ংকর ব্যাপার হচ্ছে এরা যতো পায় এদের লোভ বেড়ে যায়।
অনেকটা ঔষধ খাওয়ার সাথে সাথে রোগ বেড়ে যাওয়ার মতো।
কুড়েঘরে যারা সুখ পায়না তাদের সুখ রাজপ্রাসাদেও হয় না।
আমি কুড়েঘরে সুখ কুড়িয়ে ফেরা একজন মানুষ যার স্বর্গ ধোয়া ওঠা গরম চায়ের কাপে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



