পুলিশ কেইস হবে, পত্রপত্রিকায় লেখা হবে, এলাকায় গুঞ্জন হবে, আলোচনা-সমালোচনা হবে চরিত্র নিয়ে, প্রাসঙ্গিক-অপ্রাসঙ্গিক আরো অনেক বিষয় নিয়ে।
পোস্টমর্টেম হবে,
ডাক্টাররা হয়তো দেখবে জ্বলে যাওয়া ফুসফুস, নষ্ট হয়ে যাওয়া কিডনি অথবা ঠোটের কোনে জমাট বাধা দুই ফোটা রক্ত। এর বেশি কিছু না।
কিন্তু হৃদয়ের যে বিশাল ক্ষতটা রয়ে গেছে ধরা পরবে না পৃথিবীর কোন অটোপসিতে।
সবাই শুধু দেখবে বন্ধ হয়ে যাওয়া নিস্তরঙ্গ হৃদপিণ্ড।
হঠাত বুঝতে পারলাম অযথাই চলছিলো জিনিষটা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



