সহজেই ভুলে যাই বহুকিছু অথবা
নিপুণ অভিনয় ভুলে যাবার
ভুলে যাই অতীত শিকড়
বর্ধিষ্ণু দেহের পুষ্টি উৎস
ভুলে যাই প্রতিজ্ঞা-প্রত্যয়
বন্ধুত্ব-ভালবাসার সুবর্ণ সম্পর্ক
নিমেষেই অতীত হয়, পড়ে থাকে আস্তাকুঁড়ে
নিদারুণ অবহেলায়
চমৎকার অভিনয়ে জানিয়ে দেই-
এই আমার কাছে তোমরা আর প্রয়োজনীয় নও!
বলতে পারি সহজায়-এই দ্যাখো!
-তোমায় ছাড়া থাকতে জানি, চলতে জানি
বাঁচতে জানি তুমি বিহীন
অন্যের করতলে কপট বিশ্বস্ততার স্পর্শে
ধুয়ে দিতে পারি স্মরণের করিডোর
দিতে পারি মুছে কারো রাঙা পদচিহ্ন
আপন খেয়ালে, নির্দ্বিধায়/
মানুষ সবি পারে; হয়তো মানুষ 'মানুষ' বিধায়..!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




