"বাহির হইতে যাহাদিগকে ভালো বলিয়া মনে হয় অন্তরেও তাহারা ভালো। এ কথা বিশ্বাস করিয়া বরং আমি ঠকিতে রাজি আছি কিন্তু নিজের ক্ষুদ্র বুদ্ধিমত্তার গৌরব রক্ষা করিবার জন্যে সাধুতাকে সন্দেহ করিতে প্রস্তুত নই"- রবীন্দ্রনাথ ঠাকুর
সময় বদেল যায় সাথে বদলায় মানুষ। সময়ের নিষ্ঠুর বিবর্তনে মানুষ বাচতে শেখে নতুন রূপে। আলো-আন্ধকারের ঠিক মাঝখানটায় দাড়িয়ে কেউ দুপাশটাকে দেখে নেয় আবার কেউ একটা দিক বেছে নিয়ে সময়ের সাথে তাল মেলায়।
আমি আমাকে আলো-অন্ধকারে মাঝেই রেখেছি অনেক কাল ধরে। আলোতে যেয়েও আবার অন্ধকারের টানে অন্ধকারেই হারিয়েছি বহুবার। আবার ঘুরে দাড়িয়েছি ঠিক মাঝখানটায়।
বিশ্বাস করিনা কিছুই। বাহির হইতে যাহাদিগকে ভালো বলিয়া মনে হয় অন্তরেও তাহারা ভালো। এ কথা বিশ্বাস করিয়া আর আমি ঠকতে রাজি নই।
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০০৮ দুপুর ১:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



