১২ অক্টোবর, সোমবার ঢাকার সরকার-িবসেরকারি অফসি, শক্ষিা প্রতষ্ঠিান, র্আথকি প্রতষ্ঠিান ও বধিবিদ্ধ সংস্থার জন্য নতুন সময়সূচি নর্ধিারণ করছেে মন্ত্রসিভা। নতুন সময়সূচি অনুযায়ী সরকার,ি আধা-সরকার,ি স্বায়ত্তশাসতি এবং আধা স্বায়ত্তশাসতি প্রতষ্ঠিান চলবে সকাল ৯টা থকেে বকিাল ৫টা র্পযন্ত। বসেরকারি প্রতষ্ঠিান, ব্যাংক, বীমা ও র্আথকি প্রতষ্ঠিানরে সময় সকাল দশটা থকেে বকিাল ৬টা র্পযন্ত।
এ ছাড়া সরকারি প্রাথমকি ও কন্ডিারর্গাটনে বদ্যিালয়ে ক্লাশ শুরু হবে সকাল সাড়ে ৯ টায়। চলবে সোয়া চারটা র্পযন্ত। মাধ্যমকি ও উচ্চ মাধ্যমকি স্কুল-কলজে, ইংরজেি মাধ্যম স্কুল এবং মাদ্রাসাগুলোকে সকাল ৭টা থকেে সাড়ে ৮টার মধ্যে ক্লাশ শুরু করে ১টা থকেে আড়াইটার মধ্যে তা শষে করতে হব।ে
সোমবার প্রধানমন্ত্রী শখে হাসনিার সভাপতত্বিে মন্ত্রপিরষিদ সম্মলেন কন্দ্রেে মন্ত্রসিভার নয়িমতি বঠৈকে নতুন সময়সূচি নর্ধিারণ করা হয়।
বঠৈকরে পর প্রধানমন্ত্রীর প্রসে সচবি আবুল কালাম আজাদ সাংবাদকিদরে এ তথ্য জানান।
তনিি জানান, তীব্র যানজট থকেে মহানগরবাসীকে মুক্ত করার জন্য এ সদ্ধিান্ত নয়ো হয়ছে।ে বঠৈকে প্রধানমন্ত্রী র্সবস্তররে নগরবাসীকে ট্রাফকি আইন মনেে চলার জন্য আহবান জানয়িছেনে। ট্রাফকি আইন না মানার কারণে অনকে ক্ষত্রেে যানজট সৃষ্টি হয় বলে তনিি জানান। বদ্যিমান ঘড়রি কাঁটা বহাল রখেইে এই নতুন এই সময়সূচি নর্ধিারণ করা হয়ছে।ে তবে সরকারি প্রজ্ঞাপন জাররি পর নতুন সময়সূচি র্কাযকর হব।ে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



