তিনশত প্রাণসত্ত্বা রাজপথে নিঃশেষ
হাজার মানুষের ছুটোছুটি
এভাবেই শুরু হলো একটি মানপত্র
শ্রদ্ধেয় পুঁজি
আপনাকে সালাম
আপনার কর্মক্ষমতা আজ প্রমাণিত বিশ্বব্যাপি
মানুষের দাসবৃত্ত, প্রভুপ্রেম, বিশ্বাস, আস্থা, ক্ষমতা--
আজ আপনার জন্য।
আপনাকে অর্চনা করতে হয়
আপনার জন্য ব্রত করে, মানুষ দিব্যজ্ঞানসহ
তাই পুঁজিবাদীদের জন্য সালাম।
আপনি ভালো থাকবেন আর এমেরিকার দাসত্ব গ্রহণ করবেন;
এটা অন্যায়, এটা অসত্য, এটা অমানবিক
বিশ্ব শান্তি এবং মানব অধিকার আজ লুন্ঠিত।
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



