: পৃথিবীতে একজন রমনীকে খুঁজি
9/10/2005
পৃথিবীতে একজন রমনীকে খুঁজি-
একজন রমনরি শরীরের ঘ্রাণ আমি পাই-
একজন রমনীর রক্তের স্বাদ, মাংসের উত্তাপ
খুঁজে ফিরি পৃথিবীতে।
আমার শরীর চায়
একজন রমনীর শরীরের সবটুকু।
আমর জীবন চায় একজন রমনীর জীবনের ভাগ।
আমার রক্ত চায় ধারা হয়ে মিশে যেতে
একজন রমনীর উষ্ণ শিরার বুকে;
আমার বীর্য আমায় অস্থির করে-
একজন রমনীর বীর্যের লোভে।
অনন্তকাল ধরে-
একজন রমনী কাছে টানছে আমায়-
শরীরের সবটুকু লালসার চোরাবালি দিয়ে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



