দয়া করে কেহ আমাকে বলেন সেই দেশে কিভাবে আইনের শাসন, সুবিচার নামক শব্দগুলোর ব্যবহার হইবে? অবশ্য আগে একটা খবর না পড়িলে অনেকেরই বোধ আসতে সমস্যা হইতে পারে-
"টিকিট ছাড়াই পাবনা থেকে ঢাকামুখী ট্রেনে উঠে এসি কামরায় বসেছিলেন তিন যাত্রী। ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শক (টিটিই) এলে রেলমন্ত্রী নূরুল ইসলামের আত্মীয় পরিচয় দিয়েছিলেন তাঁরা। তখন টিটিই বিনা টিকিটে ভ্রমণের জন্য তাঁদের কাছ থেকে জরিমানাসহ ভাড়া আদায় করেন। পাশাপাশি এসি কামরাও ছাড়তে হয় তাঁদের। গত বৃহস্পতিবার রাতের এ ঘটনার পর ওই টিটিইকে মুঠোফোনে বরখাস্ত করার কথা জানিয়ে দেওয়া হয়। শুক্রবার তিনি আর কাজে যোগ দিতে পারেননি।"
"এ বিষয়ে জানতে চাইলে পশ্চিম রেলের পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন প্রথম আলোকে বলেন, জরিমানা করার জন্য তাঁকে বরখাস্ত করা হয়নি। তাঁর বিরুদ্ধে তিন যাত্রীকে হয়রানি ও অশোভন আচরণ করার অভিযোগ পাওয়ায় সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তিনি আরও বলেন, তাঁকে কারণ দর্শাও নোটিশ দেওয়া হচ্ছে। যথাযথ জবাব দিতে পারলে বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হতে পারে।
তবে টিটিই শফিকুল ইসলাম বলেছেন, তিনি ওই তিন যাত্রীর সঙ্গে কোনো অশোভন আচরণ করেননি।"
- প্রথম আলো প্রতিবেদন (প্রকাশ: ০৭ মে ২০২২, ০০: ০৯)
অন্ধ আওয়ামীলীগারদের প্রতি অনুরোধ রহিল যেন এই ঘটনাকে শুধুমাত্র বিচ্ছিন্ন ঘটনা হিসাবে বিবেচনার জন্য। সাথে বাংলাদেশ যে শেখের বেটির নেতৃত্বে সুশাসন, গণতন্ত্র, সুবিচার, বাকস্বাধীনতা সবই সুন্দরভাবে যে চলতেছে তার আন্তর্জাতিক প্রমাণ পেশ করার জন্য বিশেষ অনুরোধ রহিল।
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০২২ ভোর ৬:৩৯