জীবনের এই সময়ে আইসা বুঝতে পারতেছি না কি সমস্যা মানুষের? বৃদ্ধ বয়সে কেহ বাবা হইলে ইহা কেনইবা অস্বাভাবিক হইবে? প্রথমে লোকেরা ছি ছি করল যখন আমি ২য় বিয়েথা করলাম। তারপর থেকে দেখে আসতেছি আমার সাথে চলাফেরা করা কমে গেছে বেশ কিছু সামাজিক মানুষের। যদিও লোকাল এমপি সাব আমার সাথে আগের মতই ঠাট্টা মশকরা করেন। দুঃখের বিষয় হইল, সামুর সাবেক এক ব্লগার, যিনি একটা কলেজের প্রিন্সিপাল, উনি যাও ২য় বিয়ের পরে কম চলতেন, বাচ্চা হইবার পরে আমাকে পুরো সাংশান দিয়ে ফেলেছেন। নিজেকে নতুন করে একা লাগা শুরু করতেছে।
যাক সে কথা। আসল কথায় আসি। বুড়ো বয়েসে বিয়ে করার সখ ছিল না। যখন দেখলাম ১০৩ বয়সী লোকও বিয়ে করে ফেলতেছে তখন নিজের মাঝেই প্রশ্ন জাগল আমি বেশ ক বছর ধরে একা। আমার তো এমন থাকার কথা ছিল না। যদি বুড়া বয়েসে বিয়ে করি তবে একটা গরিব মেয়েকেই করব। এতে সমাজে একটা মেয়ের সংস্থান হইবে। তার সাথে সন্তান থাকলে আরো ভাল।
থিক তেমনি একখান মেয়ে (৩০ উর্ধ) বিয়ে করে নিলাম। কিন্তু সমাজের নানান লোক ইহাকে বাকা চোখে দেখতে থাকল।
১। ক্লাস না মেলানো। (বস্তির মেয়েকে কেন ভদ্র ঘরে ঠাই দিলাম)
২। শিক্ষা দেখলাম না। (যদিও এইট পাস)
৩। শেমলা কালো মহিলা, তাই দেখতে সুন্দর না। (সুন্দরী মেয়ে হইলে বলতো লাইট্টা/লম্পট বুইড়া)
৪। কাজ করে খাইত একসময় (দুর্ভোগ প্রায় মানুষের জীবনেই আসে, ইহা লোকে বুঝিতে চাহে না)
৫। বেপর্দা বিধবা নারী বিয়া করসে। (উনার কোন দরকার ছিল না বোরকা/হিজাব মেইনটেইন করার, কারন সোশ্যাল ইভেন্টে উনাকে ডাকা হইত না)
৬। আরো কি কি...
যাক, শিক্ষিত নামধারি লোকেদের বাকা চোখ দেখে আমার খারাপ লাগে, কিছুটা দুঃখ হয়। কিন্তু আমি যা বুঝেছি তাহাই করেছি, অনেকেই আমাকে দোষ দেয় এখনো। এই লেখা পড়বার পরে আপনার যদি কিছু গালি দিবার থাকে, বা উগরে দিবার থাকে তাইলে আপনেও দিতে পারেন।
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৩৫