আজ দশ বছর আট মাস পর ইন্টারনেট ঘুরেফিরে মনে পড়ল আমার একটি ব্লগ ছিল, নামটা ভুলে গিয়েছিলাম। প্রায় 20 মিনিট চেষ্টা করে ইউজারনেম মনে করলাম। কিন্তু e-mail অ্যাড্রেস পাসওয়ার্ড কিছুই মনে ছিল না। যতগুলা মেইল এড্রেস আমার মনে ছিল ওই সময়, সবগুলো ইউজ করতে গিয়ে একাউন্ট ব্লক খেল।
কিছু যেহেতু লিখতে মন চাইছে একাউন্ট টা খুজে বের করতে হবে। তাই সব পুরাতন ফাইল ঘেঁটেঘুঁটে ফিরে পেলাম আমার প্রিয় অ্যাকাউন্টটি। আমি লিখতে যতটুকু পছন্দ করি তার চাইতে বেশি পড়তে ভালো লাগে। তাই কোন পোস্ট না থাকলেও কয়েকটি পোস্ট করেছিলাম সেই 2010 সাল।
কমেন্টস করতাম অনেক প্রিয় লেখকদের লেখায়। আজ অনেককেই খুঁজে পাচ্ছিনা। তারপরও ভালো লাগছে লেখকদের লেখা পড়ে।
সঙ্গে চলাঃ
সন্ধ্যাবেলায় অফিস থেকে ফেরার পর, কেমন জানি শরীরটা ক্লান্ত মনে হচ্ছে। ঘড়ির কাঁটায় মনে হচ্ছে সময়টা থমকে গেছে। অজু করে মাগরিবের নামাজ ওরা ইচ্ছেটাকে কেউ যেন আটকে রাখতে চাইছে।....
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০২১ রাত ১:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




