এমনটা কখনও হয়নি রিয়ার , বৃহস্পতিবারের হিসেব কখনও ভুল হয়না ।
কিন্তু আজ কেমন করে হলো ?
সকালে অফিসে ফাতেমা বললো " স্যার বলেছে , এই পেমেন্ট টা কালকে পাঠাতে " রিয়া আনমনে কাজ করতে করতে বললো " এটা পরশু দিন পাঠাতে হবে , বৃহস্পতিবারে " । ফাতেমা অবাক হয়ে বললো '' আপনের কি মাথায় জন্ডিস হইছে ? কালকেই তো বৃহস্পতিবার !!!!
একটা ধাক্কা লাগলো বুকের মধ্যে !! কালকেই বৃহস্পতিবার ?? এমনতো হয়নি কখনও !! বৃহস্পতিবার এসে গেলো আর রিয়া টের পেলো না ?
শনিবার থেকে বুধবার = 5 দিন = 120 ঘন্টা = 7200 মিনিট = 432000 সেকেন্ড অপো করে রিয়া এই দিনটার জন্য ।
আশরাফের পোস্টিং গাজীপুরে ফ্যাক্টরীতে, ওখানেই থাকতে হয় ।
বৃহস্পতি-শুক্র দুই দিন ঢাকায় ।
সেকেন্ড ছাড়িয়ে এবার মুহুর্তগুলো গুনতে থাকে রিয়া।
অনেক ভালোবাসায় আর সুখে !!
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



