somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয়-ইতিহাসের বীর যোদ্ধা জাতি (কত অজানা রে পার্ট-১৪)

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ আপনাদের বলবো ১০ টি যোদ্ধা জাতি সম্বন্ধে যারা ছিল সত্যিকারের যোদ্ধা, যারা যুদ্ধ করতো সম্মানের সাথে, যারা যুদ্ধ করতো সম্মানের জন্য। চলুন জেনে নেই তারা কে ছিলেন, তারা কি ছিলেন। .....

১) Knight--


বিভিন্ন মুভিতে আমরা এদের দেখে থাকি। নাইটরা অশ্বারীহি বীর যোদ্ধা ছিল। এদের সারা শরীরে থাকতো বর্ম। এরা ছিল সবচেয়ে ধনি, ওয়েল ট্রেইন্ড ও সবচেয়ে সম্মানিত যোদ্ধা। এরা তাদের মিশন সম্পন্ন করার জন্য তাদের ছিল ঘোড়া, ফুল বডি আর্মার ও অস্ত্র-শস্ত্র। বলা হয়ে থাকে তাদের হত্যা করা ছিল ইতিহাসে সবচেয়ে কঠিন কারন তাদের সারা শরীর ছিল বর্ম দিয়ে ঢাকা। তাদের সারা জীবন কাটতো প্রশিক্ষন নিতে নিতে। এবং নাইট শুধু তারাই হতো যারা বীরের মত যুদ্ধ করে সার্ভাইব করতো এবং যারা বালক বয়স থেকেই নাইট হবার জন্য প্রশিক্ষন নিত। দীর্ঘ জীবনের প্রশিক্ষনের পর তারা পূর্ন বয়সের তারা এক এক জন নাইট হবার সৌভাগ্য অর্জন করতো। অনেকে হয়তো বলবেন কেন আমার লিষ্টে প্রথমে স্পার্টানস (Spartans) রা না এসে নাইটরা আসলো, তাদের জন্য বলি যে নাইটরা একই সাথে ছিল একজন সম্মানিত ব্যাক্তি ও বীর যোদ্ধা। তারা রাজার আদেশে স্পাই হিসাবেও কাজ করতো, রাজার নিরাপত্তার দিকটাও নাইটরা দেখতো।

২) Spartans--


আপনে ভাবতাছেন স্পার্টানরা কেন এক নাম্বার রা নাই, তাই না। স্পার্টান কালচারটাই হলো পুরুষদের যুদ্ধ ও যোদ্ধা হবার প্রশিক্ষন নেয়া। তারা বলতো, “come back with the shield or on top of it” তার মানে হলো যদি জয়ী হও তবেই ফেরত এসো। তৎকালিন দুনিয়ার সবচেয়ে কঠিন যোদ্ধা তারা এবং তারা যুদ্ধক্ষেত্রে মৃত্যুর আগে পর্যন্ত যুদ্ধ করতে। যুদ্ধ করতো যতক্ষন না সবাই মারা যেত। বলা যায় তারা ছিল যুদ্ধবাজ জাতি। '300' মুভিতে আমরা তাদের স্বভাব দেখতে পারি। যুদ্ধ ছিল তাদের অবসেশন, প্যাশন ও হবি।

৩) Vikings--


ভাইকিং - অতীত ইউরোপের ত্রাস ও সন্ত্রাস! প্রাচীন বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর যোদ্ধা। তারা লুট-পাট করতো এবং আত্মসাৎ করতো সারা ইউরোপ জুড়ে। তারা ছিল হিংস্র এবং তাদের দৈহিক উচ্চতা অনুযায়ী অস্ত্র ব্যবহার করতো, যে যত বড় দেহের অধিকারী তার তত বড় অস্ত্র। তারা ছিল নিষ্ঠুর ও বিশালদেহী, তারা কুড়াল, তলোয়ার ও বর্শা ব্যবহার করতো তাদের পথে পরে যাওয়া শহরের পর শহরের ধ্বংশ করতে। এমনকি তাদের ধর্মও ছিল যুদ্ধ এবং তারা বিশ্বাস যখন আপনি মারা যাবেন তখন আপনি একটি যুদ্ধে যোগ দিবেন যে যুদ্ধ কখনোই শেষ হবে না। তারা শধু সৈনিকই হতে চাইতো এবং যুদ্ধক্ষেত্র ছিল তার যোদ্ধা হবার প্রমানের পথ। উল্টানো-দিকে, তারা ছিল অবিশ্বাস্যভাবে ভাল ব্যবসায়ীদের তাই তারা ইউরোপ অনেক ভাল জিনিস আনে।

৪) Ninja--


নিনজারা ছিল চুরি ও সাবটাজের গুরু। বাস্তবে তারা ছিল কৃষক যারা সামুরাইদের আক্রমন থেকে বাঁচার জন্য প্রশিক্ষন নিচ্ছিল কিন্তু যারা ঘটনাক্রমে হয়ে যায় কাল্পনিক হত্যাকারী (assassins)। তারা কানাতা (Kanata) ব্যবহার করতো। কানাতা মানে হলো নিনজা সোর্ড, ব্লো-গান, নিনজা স্টার ও kusarigama(শিকলের এক প্রান্ত নিনজা ধরে থাকে অন্য প্রান্তে একটি চাকু বা কুড়াল বা চাপাতি লাগানো থাকে)। তারা "shadow warriors of the night" নামে পরিচিত। মানুষ তাদের ভয় পেত তাদের তড়িৎ গতিতে হত্যা ও গায়েব হয়ে যাওয়ার ক্ষমতাকে। তারা ষক্ষ মার্শাল আর্ট এক্সপার্টও ছিল।

৫) Samurai--


সামুরাইরা ছিল জাপানের নাইট ও কাতানায় খুবই দক্ষ। তারা ভারী অস্ত্র সজ্জিত ও বর্ম দ্বারা আবৃত এবং তারা তাদের মালিক বা রাজাদের জন্য মরতেও সর্বদা প্রস্তুত। তাদের সোর্ড এতোই ধারালো যে তা এক কোবে একটা মানুষকে দুই টুকরা করে ফেলতে পারে, এতো ধারালো অস্ত্র দুনিয়াতে আর নেই। তারা yumi চালনায়ও দক্ষ ছিল। তারা ছিল পেশাদার সৈনিক ও তারা এটা জেনেই লড়াই করতো যে তাদের সম্মান তাদের জীতে। তাদের নিষ্ঠুর ব্যবহারের জন্যই কৃষকেরা সামুরাইদের বিপক্ষে চলে যায় এবং নিনজার জন্ম হলো।

৬) Apache--


Apaches দের বলা হয় আমেরিকার ninjas। তারা নিশব্দে আপনার পিছনে দাড়াবে এবং আপনার বুঝার আগেই আপানার গলা কেটে ফেলবে। তারা আদিম কাঠ এবং হাড় ব্যবহার করতো বেশিরভাগ অস্ত্র তৈরিতে। তারা ছিল বিশ্বের সর্বশ্রেষ্ঠ ছুরি-যোদ্ধা এবং কুঠার নিক্ষেপে খুবই ভাল। তারা যুক্তরাষ্ট্রের দক্ষিন-পশ্চিমে লুটপাট,হামলা করতো এবং তাদের উচ্ছেদ করতে এমনকি সামরিক বাহিনীরও কষ্ট প্রহাতে হয়েছিল। তারা গেরিলা যোদ্ধা হিসাবে ছিল খুবই ভাল এবং তাদের উত্তরাধিকাররা আজ আধুনিক দিনের স্পেশাল ফোর্সকে কিভাবে হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট শেখান।

৭) Roman Legion--


রোমান সেনাবাহিনী মূল স্তম্ভ যাদের কারনে রোমান সাম্রাজ্য আকার ও শক্তিতে ছড়িয়ে পরেছিল বহুদূর পর্যন্ত ছিল। তাদের ছিল অতুলনীয় নেতৃত্বদানের দৃঢ়তা, তারা ছিল বর্ম এবং ঢাল আবৃত ভারী পদাতিক সৈন্যবাহিনী যা প্রাচীন গ্রীক অস্ত্রের উন্নত সংস্করন। তারা ছিল ঢালের সাথে তলোয়ার-বর্শায় দক্ষ যোদ্ধা। তারা ধনবান সৈন্য ছিল যারা বেষ্ট অস্ত্র ও বর্ম তৈরি করাতো। তারা ছিল শৃঙ্খলাবদ্ধ ও সশস্ত্র এবং তাদের উন্নত রন-কৌশল তাদের সাম্রাজ্য বহুদূর পর্যন্ত বিস্ত্রিত ছিল।

৮) Mamluks--


মামলুক ছিল ''স্লেভ'' সৈনিক যারা ইসলাম ধর্মে রূপান্তরিত হয় এবং মধ্যযুগে মুসলিম খলিফার জন্য যুদ্ধ করতো। সময়ের সাথে সাথে, তারা এতোটাই শক্তিশালী সামরিক জাতিতে পরিনত হয় যে তারা প্রায়ই ক্রুসেডার্সদের পরাস্ত করতো। একাধিক বার কখনো কখনো, তারা নিজেরাই ক্ষমতা গ্রহন করতো উদাহরণস্বরূপ, মামলুক সুলতানাত ১২৫০-১৫১৭ সাল পর্যন্ত মিশরের শাসক ছিল। মামলুকরা ইসলামে রূপান্তরিত হবার পর তারা ক্যাভালারি সৈন্য হিসাবে প্রশিক্ষণ নেয়। মামলুকরা যেমন সাহসী ও উদার ছিল এবং তেমনি কৌশলে, অশ্বারোহনে, ধনুর্বিদ্যায় এবং চিকিত্সাশাস্ত্রে তারা ছিল খুবই দক্ষ।

৯) Mongol Warriors--


মোঙ্গলদের কথা আমরা সবাই জানি। তাদের ইউরোপ এবং এশিয়ায় আধিপত্য ছিল এবং ইতিহাসে সর্বশ্রেষ্ঠ যোদ্ধা ছিল , তাদের সামরিক কমান্ডার ছিল চেঙ্গিস খান যিনি বিশ্বের বৃহত্তম সাম্রাজ্য গড়ে তোলে। তারা অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ ছিল এবং ঘোড়ার পিঠ চরে তিরধনুক ব্যবহারে দক্ষ। তারা মনস্তাত্ত্বিক যুদ্ধ এবং ভীতিপ্রদর্শনে বিখ্যাত ছিল।

১০) Aztecs--


আর্যটেসরা ছিল বিখ্যাত সৈন্য এবং যুদ্ধের ময়দানে তারা ছিল নির্মম। তারা সাধারণত ঈগল বা জাগুয়ার মত পোশাক পরিধান করতো। তারা তীর-ধনুক-বর্শার মত আদিম অস্ত্র ব্যবহৃত কিন্তু খুবই কার্যকারিতা সঙ্গে তাদের ব্যবহার
করতো। “Shorn Ones” (Cuachicqueh) ছিল তাদের সর্বশ্রেষ্ঠ ওয়ারিয়র্স। তারা অনেক আধুনিক অস্ত্রশস্ত্র সজ্জিত স্পেনীস বাহিনীর দ্বারা ঘটনাক্রমে পরাজিত হয় কিন্তু তারা তাদের বীর ওয়ারিয়র্সদের জন্যই সাম্রাজ্য বহু দিন টিকে ছিল।

সবাইকে শুভকামনা , আজ এ পর্যন্তই ...


আমার "কত অজানা রে" সিরিজ:
পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয়-উৎসব (কত অজানা রে পার্ট-১)
পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয়-কম্পিউটার মাউস (কত অজানা রে পার্ট-২)
পৃথিবীর যত কিছু আজব-অদ্ভুত ... আজকের বিষয়-প্রাকৃতিক গরম পানির লেক (কত অজানা রে পার্ট-৩)
পৃথিবীর যত কিছু আজব-অদ্ভুত ... আজকের বিষয়- জাপানের কিছু পুকুর যাকে তারা 'হেল' বা নরক বা জিগোকু বলে (কত অজানা রে পার্ট-৪)
পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয়-দুবাই ওয়াল্ড (দেখলেও পস্তাইবেন না দেখলেও পস্তাইবেন) (কত অজানা রে পার্ট-৫)
পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয়-ক্রেজিয়েষ্ট ম্যানমেইড ফাউনটে (কত অজানা রে পার্ট-৬)
পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয় - জিওলজিকাল বিশ্ময় (এর অনেক গুলো আজ প্রথম দেখবেন) (কত অজানা রে পার্ট-৭)
পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয়-এক্সট্রিম বডিবিল্ডার (কত অজানা রে পার্ট-৮)
পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয়-জীবন্ত পাথর (পাথর কেটে বানানো বিশাল মূর্তি) (কত অজানা রে পার্ট-৯)
পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয়-ভুতুড়ে শহর (কত অজানা রে পার্ট-১০)
পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয়-"পারফেক্ট" ক্রাইম (কত অজানা রে পার্ট-১১)
পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয়-ট্রেজার শিপ, গুপ্তধনের সন্ধান (কত অজানা রে পার্ট-১২)
পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয়-নিষ্ঠুরতম নারীরা যারা নাৎসি বাহিনীতে কাজ করতো (কত অজানা রে পার্ট-১৩)
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৬
২৪টি মন্তব্য ২৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কুরসি নাশিন

লিখেছেন সায়েমুজজ্জামান, ১৯ শে মে, ২০২৪ সকাল ১১:১৫


সুলতানি বা মোগল আমলে এদেশে মানুষকে দুই ভাগে ভাগ করা হয়েছিল৷ আশরাফ ও আতরাফ৷ একমাত্র আশরাফরাই সুলতান বা মোগলদের সাথে উঠতে বসতে পারতেন৷ এই আশরাফ নির্ধারণ করা হতো উপাধি... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধুর স্বপ্ন আর আদর্শ কতটুকু বাস্তবায়ন হচ্ছে

লিখেছেন এম ডি মুসা, ১৯ শে মে, ২০২৪ সকাল ১১:৩৭

তার বিশেষ কিছু উক্তিঃ

১)বঙ্গবন্ধু বলেছেন, সোনার মানুষ যদি পয়দা করতে পারি আমি দেখে না যেতে পারি, আমার এ দেশ সোনার বাংলা হবেই একদিন ইনশাল্লাহ।
২) স্বাধীনতা বৃথা হয়ে যাবে যদি... ...বাকিটুকু পড়ুন

---অভিনন্দন চট্টগ্রামের বাবর আলী পঞ্চম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয়ী---

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ১৯ শে মে, ২০২৪ দুপুর ২:৫৫





পঞ্চম বাংলাদেশি হিসেবে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন বাবর আলী। আজ বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় এভারেস্টের চূড়ায় ওঠেন তিনি।

রোববার বেসক্যাম্প টিমের বরাতে এ তথ্য... ...বাকিটুকু পড়ুন

সকাতরে ঐ কাঁদিছে সকলে

লিখেছেন হাসান মাহবুব, ১৯ শে মে, ২০২৪ বিকাল ৩:২৯

সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা।

কহো কানে কানে, শুনাও প্রাণে প্রাণে মঙ্গলবারতা।।

ক্ষুদ্র আশা নিয়ে রয়েছে বাঁচিয়ে, সদাই ভাবনা।

যা-কিছু পায় হারায়ে যায়,... ...বাকিটুকু পড়ুন

বসন্ত বিলাসিতা! ফুল বিলাসিতা! ঘ্রাণ বিলাসিতা!

লিখেছেন নাজনীন১, ১৯ শে মে, ২০২৪ বিকাল ৪:০৯


যদিও আমাদের দেশে বসন্ত এর বর্ণ হলুদ! হলুদ গাঁদা দেখেই পহেলা ফাল্গুন পালন করা হয়।

কিন্তু প্রকৃতিতে বসন্ত আসে আরো পরে! রাধাচূড়া, কৃষ্ণচূড়া এদের হাত ধরে রক্তিম বসন্ত এই বাংলার!

ঠান্ডার দেশগুলো... ...বাকিটুকু পড়ুন

×