স্বপ্ন ছিল আমি একজন ভাল মানুষ হব, সৎ চিন্তা করব, সৎ কাজ করব। সবাই আমাকে একজন ভাল মানুষ বলবে। বাস্তবে আমি কি তা হতে পেরেছি
আমি ট্রেনের টিকিট কাটতে গিয়ে ঘুষ দিয়ে টিকিট কাটি কারণ এই পন্থায় দ্রুত ও নিশ্চিত ফল পাই । গত বছর ছেলেকে স্কুলে ভর্তি করাই ডনেশন দিয়ে, কারণ এটা ছিল ছেলের নিশ্চিত চান্স পাওয়ার উপায়। মেয়ের বিয়ে প্রায় পাকা পাকি, মেয়ের জামাইকে দিচ্ছি ধানমন্ডিতে একটা ফ্ল্যাট। অবশ্য এটাকে ঠিক যৌতুক বলা যায় না।
এমন অনেক কিছুই আছে. . . . . . . . .যা আমার ভাল মানুষ হওয়ার পরিপন্থি ।
তারপরেও সবাই আমাকে একজন ভাল মানুষ হিসাবেই জানে। কিন্তু আমি জানি আমার স্বপ্ন থেকে আজ আমি যোজন যোজন দূরে।
আমি ভাল হতে চাই, আমার আমিতে ফিরে যেতে চাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


