তোমার চোখের দিকে কেন যেন তাকাতে ইচ্ছে করে না,
হারিয়ে যাবার ভয়ে!
বুকের ছোট্ট খাঁচায় তোমাকে রাখার সাহস আমার নেই,
স্তব্ধ হয়ে যাই যদি!
তোমার কথা শুনতে আমি চাই নে,
বধির হব বলে!
তোমার দিকে এগিয়ে যেতে পা দুটোয় কাঁপুনি বন্ধ করা দায়,
গুটি গুটি পা ফেলে তুমিই আসবে কি আমার দিকে?
আমার চোখ দুটোতে আলো দেবে?
আর বুকে একটু ভালবাসার পরশ?
অনেক দিনের সাধ তোমায় নিয়ে একটা স্বপ্ন দেখার..........

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



