আমি কি হেঁটেছি নগ্ন নীল মৌমাছির দিকে,
উড়ন্ত শালিক হয়ে। সেই পথ দীর্ঘ কামাতুরা
রমনীবিহীন রাগের ভৈরব, তান্ত্রিক জলের খেলা,
মিছিলের রক্তাভ পোস্টার। কত রাধাচূড়া এই
নগর রাস্তায় প্রেমিকার ছায়া হয়ে ভাসে, তবুও
সরে যেতে হয়, ক্ষুধার্ত বাঘিনী যেমন আপাত
এই রহস্য খেলায় মেতে থেকেও নেই, তীব্র
চিৎকার জানান দিয়ে যাচ্ছে বৃথাই হেঁটেছ এই
পথ, আকাশের রংধনু যে মাটিতে মিশে, তার
কাছে যেতে হলে ইচ্ছামৃত্যুর অংশীদার হতে হয়
মুগ্ধ বালক, এই পথ ভুল করে যে শহরে চলে গেছে
সেখানে তোমার মায়ের এপিটাফ, ঘোড়দৌড়ের
বাজি ফেলে এস, উদভ্রান্ত সহিসের ছদ্মবেশী,
নির্জন এই রাধাচূড়া বৃক্ষতলে প্রতীক্ষায় তোমার প্রিয় প্রতিপালক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




