ভালবাসা বিশুদ্ধ যৌবনের আদি অনন্ত ঈশ্বর
……………………………………………………
শেখর সিরাজ
খুব ভালবাসতে ইচ্ছে করে,খুব
রবীন্দ্রনাথের শেষের কবিতার অমিত লাবন্যের মত করে নয়
শেক্সপিয়রের রোমিও জুলিয়েটের মত করে নয়
ট্রয় নগরীর ধংস স্তুপের নিচে পড়ে থাকা হেলেনের রুপ যৌবনের মত করে নয়
ভালবাসাতো কোনও নারী পুরুষের চর্বিত উচ্ছিষ্ট বর্জ্য নয়
ভালবাসা যে বিশুদ্ধ যৌবনের আদি অনন্ত ঈশ্বর।
আমি কি তোমাকে ভালবাসতে পারবো?
আদি অনন্ত ঈশ্বরের মত করে,যে কখনও নারীর উষ্ণ স্পর্শে মোহগ্রস্ত বিন্দু ফোঁটার মত করে জলচ্ছবির তরঙ্গ হয়ে উঠেনী।সিগ্ধ হয়ে উঠেনী।তনমনা আমার নিজস্ব পুরুষে একজন বিশুদ্ধ যৌবনের আদি অনন্ত ঈশ্বর আছেন।যে কখনও
চর্বিত শরীরে ভালবাসার জাবর কাটে না।
সে শুধুই ভালবাসার বিশুদ্ধ যৌবনের আদি অনন্ত ঈশ্বর
প্রলয় তারিত রুপ দিগম্বর বৃত্ত বলয়ের ভিতর
উদ্দেশ্যহীন ভাবে ঘুরে বেড়ায় পৃথিবীর পথে বিষন্ন সে যুবক
ভালবাসার বিশুদ্ধ যৌবনের আদি অনন্ত ঈশ্বরের জন্য…..

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



