মূঢ় এবং বধির,ক্রমশ
...............................
শেখর সিরাজ
একা থাকতে থাকতে আমিও হই বুঝি মূঢ় বধির,ক্রমশ
লোকালয় হতে হেঁটে নেমে আসে,
নির্জন পথের পথিক।
নিসঙ্গ বোধের ক্লান্ত কাঁটা তার গুলো
ফুটন্ত জলের মত করে উদলে উঠে উনুনের আঁচে
রক্ত মাংশ পিন্ডে,যদিও এখন আর নিষিদ্ধ বইয়ের উম্মাদনা নেই,
নেই প্রমোধ্য রমনীর উদ্দাল গ্রীবার উষ্ণ আলিঙ্গন।
বয়সন্ধিকালের স্কুল পালানো কিশোরের মত করে
পালিয়ে গিয়েছে,কৈশর প্রেমের কাঁনামাছি ভোঁ ভোঁ…….
ছাই দিয়েও এখন আর ধরতে পারি না
স্কুল পালানো কিশোরের হাত,
মাঝখানে অদৃশ্য দেয়ালের মত প্রাচীর দাড়িয়ে যায়,
অনামিকা থেকে মধ্যমা আঙ্গুলের মস্তক চাকি পর্যন্ত।
সেই থেকে আমিও
লোকালয় হতে বিচ্ছন্ন
একা থাকতে থাকতে হই বুঝি মূঢ় এবং বধির,ক্রমশ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



