সাদা ছড়ি
…………
শেখর সিরাজ
চোখ আছে তবুও আমি অন্ধ
বিবেক আছে তবুও আমি বধির
বেঁচে থাকতে থাকতে সেচ্ছা নির্বাসনে নিলাম পঙ্গুত্ব
জীবন নৌকার সহ যাত্রীটিও
ব্যাক্তিগত জাতীয় সংগীত গাইতে গাইতে নিরুদ্দেশ
সহ যাত্রীর পালা বদলে হাতের বক্র রেখার তালুতে উঠে এসেছে লম্বা সাদা ছড়ি
বিবেকের দরজায় তালা লাগিয়েছে ভারী ভারী দর্শন শাস্ত্র
জীবন নৌকার সহ যাত্রীটিত্ত
পাশের বাড়ির নোঙ্গর তুলে যেতে যেতে বলল-আমি নাকি শুচিবায়ু গ্রস্ত
চাঁদের কলঙ্ক বুকের পাজরে ধারণ করি।
কিন্তু কেউ আমাকে প্রশ্ন করে না
চোখ থাকতে থাকতে আমি কেন অন্ধ
বিবেক থাকতে থাকতে আমি কেন বধির
ভালবাসতে জেনেও আমি কেন
চাঁদের কলঙ্ক বুকের পাজরে ধারণ করি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



