
সুবিবেচনা,
অবিবেচকের মত করে যাও ছলনা!
সময় থেমে থাকেনা,
তটিনীর মতন;
প্রশ্ন করো মনের কাছে— দেহের কাছে
প্রশ্নের জবাব সেইখানে আছে;
কেন এত রূপ করেছো ধারণ?
কেন সাজিয়েছো কোমলদুঠোঁট, চঞ্চল দুনয়ন
বক্ষে কেন করেছো ধারণ সুরম্য উপঢৌকন?
কেনই বা স্বর্র্গীয় উপত্যকা উষ্ণ প্রস্রবণ?
কেন বৃষ্টি হয়ে ঝরো মরুভূমি এই বুকে
কেন রাজ্যের ব্যবস্থাপনা;
আমাদের দুজনার মাঝে।
কেনই বা এত আয়োজন মিলনসঙ্গীতের
তারাখসার মত কেনই বা তা খসে পড়ে
সময়ের ডানায় ভর করে
ক্ষণস্হায়ী যৌবন।
তবু কেন দূরে থেকে করছো অযাচিত কালক্ষেপন?
কাব্য সুধা জানি গো তোমার আছে
আমার আছে ঝর্ণার চলার ছন্দ— নূপুরের নিক্কণ।
আমাদের মাঝে জীবন আছে
কবিগুরুর কবিতার মতন।
প্রশস্ত হও অবনী
আর রুদ্ধদ্বার থেকোনা স্বজনী
মায়াবী পেখম তুলো
এসো করি মিলন কাব্য বিরচন ।
ছবি : নেট
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




