এবারের কুরবানি হোক নতুন মাত্রায়
ত্যাগের শপথে ফের উজ্জীবিত হয়ে
এবারের কুরবানি হোক দৃঢ় অঙ্গীকার
দূর্নীতি কালোবাজারি পরিহার করে।
এবারের ইদ হোক শুধু নীরোগ পৃথিবীর
এবারের ইদে ধরা হোক ছায়া সুনিবিড়
এবারের ইদে করোনার হোক অবসান
মহান করুনাময়ের অপার করুণা লয়ে ।
এবার তবে শেষ হোক অমানবিকতা সব
তোমার আমার প্রেম, আরও প্রগাঢ় হোক
অতীতের সব বাঁধা তুচ্ছ করে অবহেলায়,
আরও স্বতস্ফুর্ত হোক অবাধ পদচারণায়।
তুমি যা শুনেছ অযাচিত উদ্দেশ্য প্রণোদিত
আজও তারা মিথ্যের বেসাতি করে বেড়ায়
আজও যারা আমাদের মিলন অভিপ্রায়ে
প্রলুব্ধ করে অনুপ্রাণিত করে তাড়িত করে
তুমি ধরে নিতে পারো এ যেন প্রেমেরই জয়
আমাদের প্রেমে যা কিছু অসুন্দর মনে হয়
তোমার কাছে সমাজের চোখে এসব ভ্রান্ত
সব থেকে সুন্দর, আমাদের প্রেমই চূড়ান্ত ।
একদিন বুঝে যাবে আমার মত যোগ্য স্বামী
একটিও নেই আর যেন শুধুই তোমার তরে ,
তুমিই বলতে প্রেম নাকি সোনার চেয়ে দামি
মোরে গড়েছে বিধি মম যেন তব স্বপনসম করে।
এবারের ইদ হোক সবার গানে হাসি খেলায়,
এবারের ইদ সুন্দর হোক অপার মানবিকতায়।
এবারের ইদ হোক শুধু স্রষ্টার তুষ্টি লাভ করে ,
এবারের ইদ হোক অযাচিত বেদনা জয় করে।
উৎসর্গ : ইদ মোবারক সকাল ব্লগার আর তুমি