
গর্ব ভরে বলতে পারি!!
অমর একুশে আসবে বলে
শহীদ মিনারের পবিত্র বেদী
ভরে যাবে ফুলে— তারই দৃপ্ত শপথে..
যেন ফুল ফোটেছে ।
রাজধানীর রাজপথ— আজিকে উন্মুখ
কবে যে ভরে যাবে আল্পনায়
সালাম জব্বার বরকত রফিক ধ্বনিত হবে তাই
—বাংলার আকাশে।
অ আ ক খ
খোকন সোনা লেখে রোজ, সাদা কাগজে
আমরা যে বাঙালি— গর্ব ভরে বলতে পারি
রক্তের বন্যায় ভাসিয়ে অন্যায়
সত্যটা করেছি গ্রহণ সাদরে—
অতীতে পেরেছি ভবিষ্যতেও পারবো
উন্নত বিশ্বে বাংলাদেশ, ঘামে— শ্রমে
সোনার বাংলা —আমরাই গড়বো..

আর মাত্র ষাটদিন বাকি!!
রজবের চাঁদ দেখা গেছে কালরাতে
আর মাত্র যাটদিন বাকি,
পবিত্র মাহে রমজান যে আগত প্রায়
এখনই প্রস্ত্তত হতে হবে——তাই
যেন অপেক্ষায় থাকি।
একমাস সংযম সাধনায় ব্রত থেকে
স্রষ্টার এমন অপার কৃপা লাভ হতে পারে শুধু রমযানে
রহমত— নাজাত— মাগফিরাত সৌভাগ্যবানের
ললাটে কেবল জুটে।
এখন থেকেই প্রস্ত্তত হতে হবে
রজবের চাঁদ যে দেখা গেছে কালরাতে
করি তাই প্রার্থনা— স্রষ্টার দরবারে
দাও গো তওফিক এমন কৃপা লাভে
আমরাতো তোমারই সৃষ্টি ওগো মহান স্রষ্টা
দাও ওগো ভালোবাসা বৃষ্টি . অন্তরে
দিনে সিয়াম রাতে তারাবীহ
পুরো মাস জুড়ে— এ যে সুবর্ণসুযোগ
সৌভাগ্যবানের ললাটে কেবল জুটে..
করি তাই আহবান
স্রষ্টার বান্দা— হে মুমিন মুসলমান,
পবিত্র রমজানের ফজিলত লভিয়া
হতে পারি যেন সকলে পূণ্যবান।
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




