এবার তবে দাও গো পরিত্রাণ
এবার দাও গো ছুটি করোনা কোন ত্রুটি
যেন কত যুগ ধরে আছি ওগো তোমার অনাদরে
এবার দাও তবে মুক্তি প্রেমের কারাগারে।
চোখের আড়ালে থেকে দুহাত বাড়ালে
এবার দাও গো খুলে সকল আড়াল
ভালোবাসি বলে।
দাও ছড়িয়ে তব কুসুম কোমল পা
নৃত্যের ভঙ্গিমায়
এবার না হয় করো হে নির্ধারণ, আবশ্যিক পঠন
তোমার আমার অভিসারের দিন এবং ক্ষণ
ঢের তো হলো এবার না হয় মুখফোটে বলো
কোন ঠিকানায় করবো বিচরণ
তোমার আমার প্রেমের বৃন্দাবন
এবার হোক প্রেমের খেলা এবার ভাসুক ভেলা
এবার হোক না তবে ময়ূর পেখম তোলা।
বৈরী আবহাওয়ায় উড়ে দমকা হাওয়া
থেকে থেকে বৃষ্টি পড়ে গাছের পাতা নড়ে
তোমায় মনে পড়ে
রেখো না অনাদরে , এবার দাও গো পরিত্রাণ
অনন্ত প্রতীক্ষার কর হে অবসান ..
তোমার আমার প্রেমের অভিসারে
ভালোবাসি শুধু তোমায় সুপ্রিয় ভ্যালেন্টাইন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




