
পালন করার দরকার আছে
জন্মদিনেই মৃত্যুরে মোর হয় যে স্মরণ
—বেশি করে।
অতীতের সাফল্য ব্যর্থতা ভালো—মন্দ
চুলচেরা হিসেব নিকেশ বিচার করে
তবেই হবে যে নবযাত্রা— চলার পথে।
ভুলগুলো শোধরে নিয়ে চুলচেরা বিশ্লেষণে
হয় যেন মোদের আগামীদিনের বিচরণ
নতুনভাবে বেঁচে থাকার আত্নপ্রত্যয়ে
এ জীবনে তবেই যে শুধু—বারে বারে
নবজন্ম হতে পারে।
মহান প্রভু ভালোবাসেন ক্ষমা করা আমরা জমাই পাপ
দিনে দিনে বাড়ে যে শুধু . জীবন সায়াহ্নে হয় যে অনুতাপ।
এমন দিনে তাই মোরা চাই ক্ষমা জানা অজানা পাপে
করি যে প্রার্থনা—মোরা যেন চলতে পারি সরলপথে
তুমি আমি হংস মিথুন আমোঘ প্রেমে সুপ্রিয় প্রিয়ংবদা
স্রষ্টার কাছে হৃদয়ের গভীর থেকে মিনতি করি যে সদা
অনেক ভালোবেসে শুধু যে তোমায়— যেন অনাদি কাল থেকে।
তাই পালন করার দরকার আছে
ঘটা করে জানিয়ে দিতে, কেটে গেলো কেটে গোলো ..
ঘড়ির কাটা যে টিক টিক
জন্মিলে মরিতে হয় ঠিক
মরণের পরও সাফল্য ব্যর্থতা যে আছে
করবো না আর অবহেলা।
এসো সবে ভেদাভেদ যাই ভুলে
শুভ জন্মদিন বলে এই বেলা।
—সহজ সুন্দর মসৃন হয় যেন . জীবন কাফেলা।
জীবনটা তো আর কিছু নয়
তোমার আমার মিথোজীবিতা।
সময়ের অপচয় আর নয় চলো
বিশ্বমানবতাটারে বুকে লয়ে
হয় যেন দুজনার মন বিনিময়
মোদের— এই বেঁচে থাকা চলার পথে
স্রষ্টার দরবারে করি সেই প্রার্থনা—
তোমারে অভিবাদন সুস্বাগতম হে
সত্য সুন্দরীতমা মম অন্তরতমা…
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০২২ সকাল ১১:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




