জানা এই দিনে তোমাদের জন্য নিরন্তর শুভকামনা
--------------------------
আর ও একটি মাইলফলক
হয়ে গেলো পার— জীবন নৌকার
আর ও একটি বৎসর কেটে গেলো— টিকটিক
আনন্দ বেদনার মিশ্রন সমাচার।
আপন পর বুঝে না যে— যমদূত
অনায়াসে নেয় কেড়ে একান্ত আপনজন
যদিও বুঝতে চায় না— অবুঝ মন,
তবুও এতটুকু যায় যে বুঝা সহজে
আসলে সবাই একা মৃত্যু পথযাত্রী —যে
জীবনের নিয়মেই কেটে যায় দিন আর রাত্রি ,
তবুও একা বেঁচে থাকাতে নেই যে কোন স্বার্থকতা
মানব জীবন হয় যেন উৎসর্গ কৃত পরের হিতে
দশজনের মঙ্গলে নিহিত যে সাফল্য প্রদীপ শিখা
অন্ধকারে দাও গো আলো যতটুকু পারো
যত বাঁধা গোলক ধাঁধা দাও ভেঙে অনায়াসে
বাঁধ ভাঙার উচ্ছাসে ,তোমার আওয়াজ
ভেঙে দিতে পারে সব অপসংস্কৃতি অনাচার ।
এই অবধি কমতো করোনি ,
জানি আরও ঢের বেশি আছে বাকি..
জানা নেই জানা নেই— কী তোমার অভিলাষ ?
শুধু জানি জানা জানে বাঁধ ভাঙার উচ্ছ্বাস ।
শুভ জন্মদিন হে মহীয়সী রমনী— জানা
এই দিনে তোমাদের জন্য নিরন্তর শুভকামনা।
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




