হে নারী স্নেহময়ী মমতাময়ী প্রেরণাদাত্রি
তোমরা নিরবে কাজ করে যাও
সভ্যতার ক্রমবিকাশে তোমাদের অবদান অসামান্য,
তোমরা গর্ভধারণ করে জন্ম দাও মানব শিশুর
সদ্যজাত শিশুর মুখে দাও বেঁচে থাকার আবশ্যক স্তন্য
তোমরা অপরিহার্য তাই প্রতিটি মানুষের জন্য।
তোমরা কবির কবিতার খাতা গল্পের প্রাণ শিল্পীর শিল্প
প্রেমিকের সতত আরাধনা, পুরুষের বেঁচে থাকার প্রেরণা
তোমরাই যে মানব সন্তানের প্রথম বিদ্যালয়
মানব সভ্যতার হাতে খড়ি তাই, তোমরা যে অনন্য।
তোমাদের জন্য বাঁচা মরা ঘাম ফেলা সংসার কাফেলা
প্রতিটি পুরুষের জন্য মর্তে স্বর্গসুখ
দিন শেষে রাতের আশ্রয় হাসি গান
জীবন চলার ছন্দ।
শুধু নারী দিবস নয়,
সারাটি বছর তোমাদের জন্য হোক আনন্দলোক
বিনম্র শ্রদ্ধা হে নারী
ইভটিজার জুলুম অত্যাচার নারী পুরুষ বৈষম্য বন্ধ হোক
আজকের এইদিনে এই শুভকামনা তোমাদের জন্য।
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০২৩ সকাল ১১:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




