সুপ্রিয় স্বাধীনতা,
তুমি এসেছো বীর বাঙালির বুকের তাজা রক্তে
সুপ্রিয় স্বাধীনতা হে,
তুমি এসেছো লাল সবুজের পতাকা হাওয়ায় উড়িয়ে
সকল প্রকার বৈষম্য নিপীড়ন নির্যাতন
সমূলে উৎপাটনের প্রতিশ্রুতি লয়ে এই বঙ্গে।
স্বাধীনতা তুমি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার দৃঢ় পদক্ষেপ ,
আমাদের দাবিয়ে রাখার দিন তোমার জন্য হলো শেষ।
স্বাধীনতা তুমি অবুঝ শিশুর সবুজ খেলার মাঠ
স্বাধীনতা তুমি মায়ের কোলে সন্তানের প্রথম পাঠ।
স্বাধীনতা তুমি প্রিয়তমার রঙিন ওষ্ঠে তৃষিত প্রেমিকের চুম্বন আলপনা আঁকা।
স্বাধীনতা তুমি বাংলা বর্ণ মালায় সুসজ্জিত মোর কবিতার ইচ্ছে খাতা।
স্বাধীনতা তুমি বঙ্গবন্ধুর সাত মার্চের ভাষণে,
ছাব্বিশে মার্চ স্বাধীনতার ঘোষণায় ভীষণ অনুপ্রেরণা বীর বাঙালির রক্তে,
স্বাধীনতা তুমি ক্ষুব্ধ জন্মভূমির সশস্ত্র সংগ্রামে নতুন পদযাত্রা,
স্বাধীনতা তুমি স্বপ্ন পূরণ উন্নয়নের নতুন মাত্রা।
স্বাধীনতা তুমি বিজয় মন্ত্র মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা
পরাধীনতা থেকে দিলে মোদের মুক্তি ।
বিনম্র শ্রদ্ধা জানাই তাই যাদের কারণে তুমি এসেছিলে এই বঙ্গে
এখনও তুমি দাও যে মোদের শক্তি।
তুমি স্বপ্ন দেখাও
তোমার কারণেই স্বপ্নপূরণ নতুন উপলব্ধি
তোমার কারণে
একটি পতাকা
একটি মানচিত্র
স্বাধীন সার্বভৌম বাংলাদেশ
আজকের সমৃদ্ধি।
সর্বশেষ এডিট : ২৭ শে মার্চ, ২০২৩ সকাল ৯:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




