পূর্ণিমার চাঁদ আজ যেন বডড উন্মাদ
এতো বড় দেখে মনে হয় যেন
পৃথিবীর বুকেই আসবে নেমে ।
আমার বুকে ও এসো না তুমি
রূপোলি আলোর প্লাবণ হয়ে
তোমায় নিয়ে মায়ার স্বপন
বাস্তবতায় এবার তবে দিক না ধরা।
এমন মায়াবী জোছনা রাতে
তুমি কী তবে দেখোনি চাঁদ আজ রাতে
ঘুমিয়ে পড়েছে যে সবাই অপার নিরবতায়
চুপি চুপি আসতে যদি আমার কাছে এমন প্রাতে
অনেক ভালোবাসতে যদি শুধু আমায়
দুঃখ ব্যথা সব যেতাম ভুলে
শুধু তুমি মোর কাছে এলে
তুমি ও ঘুমিয়ে পড়লে নাকি নিরুপমা
বাকি সবার মতো, বলো না কেমন করে
এমন চাঁদনী রাত মনে হয় দেখিনি আগে।
এসো হোক অভিসার এ যে অনন্ত মায়াবী রাত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



