গ্রীষ্মের দাবদাহ চারিদিকে হাহাকার
এক পশলা বৃষ্টির জল চাই
কলোমেঘ; রৌদ্র ঢাকা ছায়া চাই
তৃষ্ণায় ফাটে বুক তৃষ্ণা নিবারণের পানি চাই
বরফ শীতল জল যদিও কাছে থাকে
বিধাতার বিধি তো নাই রমজানে
এই কষ্টেরও হবে ইতি
জানলে তার পরিণাম পরিণতি
রোজাদারদের করাবেন আপ্যায়ন
স্বয়ং বিধাতা আপন কুদরতে
থাকবে না কোন পিপাসা হাশরে
যদি কেহ রোজা থাকে
গ্রীষ্মের দাবদাহে কষ্টের শেষ নাই
তবুও মনে স্বান্তনা
আখেরাতে আছে পুরষ্কার রোযার বদৌলতে
তুমিও কি রাখো নাই কোন প্রতিদান
এমন গভীর প্রেমের কারণে
এই তো নিয়ম —
ভালোবাসা জুটে ভালোবাসার বিনিময়ে ।
সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০২৩ দুপুর ২:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




