প্রচণ্ড গরমে বিছানায় পিঠ ঠেকানো যে দায়
এই পিঠ ঐ পিঠ করে সূদীর্ঘ রাত কেটে যায়।
তোমার কী মনে নেই কতো বিনিদ্র রাত আমার
গেছে কেটে শুধু লিখে তোমায় নিয়ে গল্প কবিতায় ।
কতো কথা কতো গান কতো স্মৃতি প্রেম প্রীতি
তোমায় নিয়ে লিখে গেছি কতো যে গান
জানি না আর কতো যে লিখে যাবো
লিখে লিখে করবো তোমায় প্রেমের আহ্বান।
জানি না কবে তুমি দিবে সাড়া
জানি না কবে তুমিও লিখবে আমার মতো করে
তোমার আমার ভালবাসার উপাখ্যান।
অনেক রাত তো হলো এবার ঘুমোতে চলো
ভ্যাপসা গরমে বিছানায় পিঠ ঠেকানো যে দায়
তবু কিছুটা সময় ভালোই কাটলো
কবিতা লিখে তোমায় নিয়ে পূরণ হলো যেন
তোমার আমার প্রেমের কিছুটা দায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




