হে প্রভু ক্ষমা করো মোদের কৃত সকল পাপ
তুমিতো ক্ষমা করতে বাসো ভালো
আমরা করে ফেলি পাপ জেনে না জেনে
গ্রীষ্মের দাবদাহে পুড়ছে ফসল
কৃষকের প্রাণে তাই নেই কোন উচ্ছ্বাস
এ যে পবিত্র সময় মাহে রমজান
কবূল করো হে আল্লাহ মোদের এই প্রার্থনা
তুমি তো করুণাময় অশেষ দয়াবান
রহমতের বৃষ্টি এবার দাও গো ঢেলে
রিমঝিম বৃষ্টি দাও না মাবুদ মুষলধারে
শুনো মোদের এই ফরিয়াদ এখন মাঝরাত
ইয়া আল্লাহ ইয়া রব দাও গো বৃষ্টি
তোমার ঐ রহমতের অসীম ভাণ্ডার থেকে
তুমি তো কুন ফায়া কুনের মালিক
তুমিই একমাত্র করনে ওয়ালা জাত।
ও রহিম রহমান কবুল করো মুনাজাত
দাও এবার মূষলধারে বৃষ্টি
নইলে যে কৃষকের হবে ক্ষতি বাড়বে অশ্বস্তি
মোদের প্রতীক্ষার হোক ইতি
প্রচণ্ড গরমে হয়েছে মোদের নাভিশ্বাস
প্রাণের প্রিয়তমা আছে ভীষণ কষ্টে
দাও দাও দাও গো খোদা অনাবিল বৃষ্টি।
ক্ষমা করো ক্ষমা করো মোদের কৃত সকল পাপ
মোদের প্রেমের জয় হোক বসুন্ধরা ভিজে যাক
ফুলে ফলে ভরে ওঠুক তা অমিত সম্ভাবনায় বেহেশতের মতো আরাম দায়ক আবহাওয়া হোক
আমাদের সঙ্গমে প্রতীক্ষার শেষ হোক কষ্টের হোক নাশ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




