কবিতা লিখি তোমার প্রেমে পড়ে
যেন কতো যুগ যুগ ধরে ।
তোমায় ভেবে ভেবে কতো রাত যে হলো পাড়
তুমিই উপলক্ষ এনে দিতে বার বার কবিতা লেখার।
কপট অভিমানে হয়তো কখনো যেতে সরে দূরে
যেন স্পর্শের বাইরে , তোমায় মুগ্ধ করবো বলে
আমার এই অনন্ত সাধনা যায়নি গো বিফলে ।
কবিতা দিয়েছে ধরা আমার এই করে
কবিতা মোর রক্তে যেন টগবগ করে
কবিতা যেন এক বলগা ঘোড়া সতত প্রবাহিত তটিনী।
জানি ভালোবাসে নি কেউ আর তোমার মতো করে
কতো স্মৃতি কতো প্রেম কতোটা মাখামাখি
একটু আড়াল হলে পরে ভালোবেসে ডাকাডাকি
স্বপ্নের ক্যানভাসে তোমার সেই সব আঁকাআঁকি
আজও যে তোমাকেই ভালোবাসি খুব
একটু আড়াল হলে ভালো লাগে না যে পৃথিবী
গ্রীষ্মের দাবদাহ যেন হবে শেষ
তোমার আমার সঙ্গমে অটুট বন্ধনে
নিরুপমা গো কাল বিলম্ব আর নয়।
এবার হোক চোখাচোখি এবার হোক ঠুঁটোঠুঁটি
আঙুল আঙুলে খেলা হোক মিলন মেলা হোক
সঙ্গম সাধনায় ভালোবাসা কামনায় হোক পরিপূর্ণ ।
ঐ পূর্ণিমা চাঁদ।
ভালোবেসে তোমায় তাইতো কবিতা লিখি
আমাদের এই প্রেম অমর করে রাখি
ওগো মোর কবিতা মায়াবী রাত্রিটাও হবে শেষ
তোমার আমার প্রেম যে কভুও শেষ হবার নয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




