কত গল্প লিখবে তুমি?
এবার তার টানো ইতি
এবার কবিতাই লিখো
এবার হও গো প্রস্ফুটিত ফুল
প্রেমের সুঘ্রাণ বিলিয়ে দিয়ে
বেলী ফুলের মতন ।
এবার হও গো উদাসী
এবার কবিতাই লিখো
জীবন যেন একটা নদী।
সতত প্রবাহিত পানি আর পলি
তারও যে পতন আছে আছে উত্থান
মেঘের দেশে ভেসে ভেসে
উড়ে বেড়ানো জলরাশির কল্পনা
একদিন ঠিকই অপার বাস্তবতায় নেমে আসে
তপ্ত পৃথিবীর বুকে
সোঁদা মাটির গন্ধ শুঁকে
প্রবাহিত জলধারা তটিনী।
উচ্ছ্বাস উল্লাস উদ্দীপনা বুকে লয়ে
পাথরের বুকে আছড়ে পড়ে
পাথরও হয় যে ক্ষয় হয় লয় জলতরঙ্গে।
এবার তুমি কবিতাই লিখো
প্রেমের প্রগাঢ় অনুভবে
কোন এক কবিতা লেখার প্রহরে
আমারেই মনে করে হয় যেন উচ্ছ্বাস
ভেসে থাকা বালিহাঁস সরোবরে
বৃষ্টির টাপুর টুপুর নূপুর পায়ে
মোরা দুজন যে মিশে যাবো অনন্ত সঙ্গমে।
এবার মোরা হবো যে ইতিহাস
এবার মোরা যে পাগলপারা
অপ্রগলভ এক প্রেমে বাঁধ ভাঙার উচ্ছ্বাসে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




