কেমন কাটলো ঈদ আনন্দ?
কেমন লাগলো ভালো না মন্দ
কেমনই বা হওয়ার ছিলো
কেনই বা এমন হলো ?
বলো না কোন কারণে স্বপ্নভঙ্গ?
কেমন ঈদ তোমার আকাঙ্ক্ষা
আমি ছাড়া তোমার পৃথিবীটা
কেমন লাগে তোমার কাছে!
ঈদ আনন্দ ভাগাভাগি
কেমন হতো সুখপাখি?
তুমি আমি থাকলে কাছাকাছি
ভালোবেসে দুজনায় মাখামাখি
বাঁধ ভাঙার উচ্ছ্বাস আনন্দ
অবহেলে সকল দ্বিধা দ্বন্দ্ব
আমরা যদি ছুটে আসি
নদী যেমন সাগর পানে ছুটে
আনন্দ হাসি আর গানে
বলো না হতো কী মন্দ?
ভালোবাসা যে মিলনেই স্বার্থক
বিচ্ছেদে ব্যর্থতা তাই যদি হয়
এতো ভালোবেসে কেন এই দূরে থাকা
অভিসার কেন নয়?
কেন নয় পরিণয় ?
বোশেখের ঝড়ে যেন যায় উড়ে সকল বাঁধা
তোমার আমার প্রেমে হয় যেন
বিনি সুতোর মালা গাঁথা দূর হোক গোলক ধাঁধা
অযথা কালক্ষেপণ নয় আর
তুমি আমি ভালোবেসে দুজনে শুধু যে দুজনার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




