ঝুম বৃষ্টি সাথে বজ্রপাত
এমন সময় করছি পরখ
মোর কবিতা লেখার হাত।
দেখি এবার লিখতে পারি কি না
লিখেছি তো আগে বেশ বাজিয়ে প্রেম বীণা ।
তুমি উড়িয়ে ছিলে তোমার দীঘল কালো কেশ
আমার প্রেমে পড়ে এবারও কি তাই হবে?
এবার তবে গুনগুনিয়ে গেয়ো রবীন্দ্র গান
শুধু আমায় ভালো বেসে ।
বৃষ্টি পড়ে সাথে দূর আকাশে আলোর ঝলকানি
এমন বাদল দিনে থাকতে যদি পাশে
লাগতো ভীষণ ভালো তোমায় ভালোবেসে
তুমিও কী ভীষণ অধীর আমায় কাছে পেতে
আমার মতন করে ।
কবিতা কবিতা খেলা
এবার কেমন হলো?
ভেবে ভেবে বলো হয়েছে কী উন্নতি ?
বৃষ্টি জলে ভিজে গেছে বন
ভিজেছে কী আদৌ তোমার মন?
যদি না ভেজে তবু ও মনে রেখ
তোমায় নিয়ে আমার এই কবিতা লেখার ক্ষণ ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


