আসবে ফিরে বীরের বেশে
আসবে ফিরে বীরের বেশে
মাতৃভূমি বাংলাদেশে আপন নীড়ে
মায়ের কাছে মাটির কাছে
একাত্তুরের ঘাঁটির কাছে
কবে যে আসবে ফিরে
সবাই আছে সেই পথ চেয়ে।
দেশের ছেলে আসবে দেশে
বীরের বেশে দেশকে ভালোবেসে।
ভাইটি তার নেই যে আর
তা যে অসহনীয় বিয়োগ ব্যাথার
মায়ের অসুখ বৃদ্ধ বয়স
প্রাণটি তার তাই সদাই আকূল।
কখন যে আসবে ফিরে!
দেশের মানুষ আছে চেয়ে
দেশটা ছিলো ঘোর সংকটে
খানিকটা তার কেটে গেছে
যতটুকু বাকী আছে
সেটুকুও যে থাকবেনা আর
তারেক জিয়া আসলে ফিরে।
মানুষের ঢল নামবে সেদিন
আনন্দে নাচবে তাক ধিনাধিন
আনন্দ মুখর মহেন্দ্র ক্ষণ
মিছিলে মিছিলে রাজপথ উঠবে জেগে
রাজপথ হবে উচ্ছ্বল চঞ্চল যেন জলতরঙ্গ
তারেক রহমান ফিরবে দেশে
বীরের বেশে যেন এক মুক্তবিহঙ্গ ।
আশার প্রদীপ জ্বালবে এসে
তিমির আঁধারের হবে শেষ,
তরেক ভাই আসলে ফিরে
ধন্য হবে মাতৃভূমি বাংলাদেশ ।
স্বাধীনতার কারিগর আপন হাতে
স্বাধীনতার কারিগর আপন হাতে
সবসময় প্রস্তত ছিলো জীবন দিতে
জীবন বাজী রেখে তবেই রাজপথে নামা
বাংলার রাজপথ যেন একটা কসাইখানা
কতো তরুণ তাজা প্রাণ যে গেছে ঝরে
তপ্ত বুলেটের আঘাতে
দেহ থেকে রক্ত ঝরে
কারো বুক এফোঁড় ওফোঁড়
কারো মস্তক ছিটকে পড়ে রাজপথে
এমনতরো দুঃখকাতর বিরহ গাঁথা
তপ্ত বুলেট লাগলো তার ডান হাতে
সেদিকে ছেলেটির খেয়াল ছিল না
চেষ্টা ছিলো আহত বন্ধুর প্রাণ বাঁচাতে
ডান হাতটি তার পড়ল কাটা
জীবন তরী পড়েছে মোটে কিশোর বেলায়
সুদীর্ঘ সময় যে আছে পড়ে
ছেলেটির ডান হাতটি কাটা
বিজয়ের পতাকা হয়ে
মাফিয়া হাছিনার কবল থেকে
রক্ষা করতে স্বদেশ মাতৃকা
তাদের আত্মত্যাগেই সফল হলো অভ্যুত্থান
খুনি হাছিনা পালিয়ে গেলো স্বদেশ থেকে
কেটে ফেলা ডান হাতটি তার
গণ বিপ্লবের জয়গান
এমনি করে বিজয় এলো
তিমির আঁধার দূর হলো ।