১।
মহান রাব্বুল আলামীন- আল্লাহ তায়ালা কিয়ামতের দিন তিনটি আদালত বসাবেন। ১নং আদালতে ঈমান ও কুফর সম্পর্কে প্রশ্ন করা হবে। যদি ঈমান থাকে সে, ২নং ও ৩নং আদালতে যাবে। যদি ঈমানদার না হয় তাহলে তার জন্য ২নং ও ৩নং আদালত প্রযোজ্য নয়- সে বিনা হিসাবে জাহান্মামে যাবে চিরদিনের জন্য।
২।
যারা আল্লাহ তায়ালার হারামকে হালাল জানবে অথবা হালালকে হারাম জানবে (বিশ্বাস করবে) সে ঈমান হারাবে- কাফের হবে।
৩।
পবিত্র কুরআন শরীফ থেকে-
And do not marry polytheistic women until they believe. And a believing slave woman is better than a polytheist, even though she might please you. And do not marry polytheistic men [to your women] until they believe. And a believing slave is better than a polytheist, even though he might please you. Those invite [you] to the Fire, but Allah invites to Paradise and to forgiveness, by His permission. And He makes clear His verses to the people that perhaps they may remember.
আর তোমরা মুশরেক নারীদেরকে বিয়ে করোনা, যতক্ষণ না তারা ঈমান গ্রহণ করে। অবশ্য মুসলমান ক্রীতদাসী মুশরেক নারী অপেক্ষা উত্তম, যদিও তাদেরকে তোমাদের কাছে ভালো লাগে। এবং তোমরা (নারীরা) কোন মুশরেকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ো না, যে পর্যন্ত সে ঈমান না আনে। একজন মুসলমান ক্রীতদাসও একজন মুশরেকের তুলনায় অনেক ভাল, যদিও তোমরা তাদের দেখে মোহিত হও। তারা দোযখের দিকে আহ্বান করে, আর আল্লাহ নিজের হুকুমের মাধ্যমে আহ্বান করেন জান্নাত ও ক্ষমার দিকে। আর তিনি মানুষকে নিজের নির্দেশ বাতলে দেন যাতে তারা উপদেশ গ্রহণ করে।(2:221)
এবার প্রসংগ:
শেখ রেহানার মেয়ে-বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিকের বিয়ে হল বর - ক্রিশ্চিয়ান পার্সির সাথে। যতটুকু জানি তিনি খ্রিস্টান ধর্মাবলম্বী। তার সাথে একজন মুমিনার বিয়ে ইসলাম সমর্থন করে না।
তাহলে,
১) এই বিয়ে কি বৈধ (একজন মুসলমানের জন্য), নাকি সারা জীবন বর-কনে ব্যভিচারের গুনাহ নেবেন। সবথেকে বড় কথা হল - তারা যদি এই বিয়েকে বৈধ মনে করেন তাদের ঈমানের কি অবস্থা হবে? [২ নং রেফারেন্স]
২) যে মুসলমান এই বিয়েকে সমর্থন দেন/ বৈধ মনে করেন, তাদের অবস্থান কোথায়? - তাদের কি ঈমান থাকবে? [২ নং রেফারেন্স]
৩) এভাবে মুসলিম অমুসলিম বিয়ে হতে থাকলে সাধারন মুসলিমরা মনে করবে এমনটা হওয়া স্বাভাবিক। আর তারা নিজের অজান্তেই আল্লাহ তায়ালা কর্তৃক হারামকৃত বি্ষয়কে হালাল জানবে।
তাই মুসলমান ভাই/বোনদের প্রতি অনুরোধ ইসলামকে সঠিকভাবে জানুন আর সঠিক ভাবে মানুন- নিজের পরিবার, সমাজ, রাষ্ট্রের এমনকি বিশ্ব উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাচানোর চেষ্টা করুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




